1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

বোনের বিয়ের বরযাত্রায় শাবিপ্রবি ছাত্রের ওপর সন্ত্রাসী হামলা


স্থানীয় বখাটেদের ইন্ধনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এফইটি) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জুয়েল রানা রাজ। তাঁর বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার খলিলাবাদ গ্রামে। বুধবার (১৯ মে) রাতে এ সন্ত্রাসী হামলার বিষয়টি জুয়েল রানা নিজেই নিশ্চিত করেছেন।

জুয়েল রানা রাজ বলেন, ‘আমার বোনের বিয়ে শেষে গাড়িতে করে বরযাত্রী যাওয়ার সময় এ হামলা চালায় সন্ত্রাসীরা। গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে তারা প্রথমে আমার ভাইয়ের ওপর হামলা চালায়। পরে আমার গ্রামে এসে আমার বাড়ি-ঘর ভাঙচুর করে।’

এ ছাড়া এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্যের আশ্রয়-প্রশয়ে তারা এ হামলা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘এলাকার বখাটে সজিব, ফরহাদসহ আরো বেশ কয়েকজন মিলে তাঁর পরিবারের উপর এই হামলা চালিয়েছে।’

রাজ বলেন, ‘সন্ত্রাসীরা আমার পরিবারকে মারার জন্য আমার বাড়ির পাশে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিল। আমাদের পরিবারের সবাই ভয়ে বাড়ি ছেড়ে অন্য জায়গায় অবস্থান করছে।’

এ বিষয়ে শাবিপ্রবির ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘ঘটনা শুনে আমি জুয়েলকে ফোন দিয়েছি। পরিস্থিতি সামাল দিতে ওই জায়গার ওসিকে ফোন দিয়ে কথা বলেছি। উনি একজনকে গ্রেফতার করেছেন বলে আমাকে জানিয়েছেন।’

তবে এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামকে পাওয়া যায়নি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet