নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
নিউজ পয়েন্ট প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার আঞ্চলিক ছাত্রলীগ আয়োজিত বৃহত্তর নাজির বাজার এলাকার লালাবাজার ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মীসভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় নাজির বাজারস্থ ছাত্রলীগের কর্মীসভার সভাপতিত্ব করেন নাজির বাজার আঞ্চলিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আহমদ।
সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ লালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি ওয়াহিদুর রহমান, ৭১ এর চেতনা দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়ক আবু বক্কর।
আরোও উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সুরমান আলী, লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ জয়, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ লালাবাজার ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ লালাবাজার ইউনিয়ন শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রেউাউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন নাজির বাজার আঞ্চলিক ছাত্রলীগ নেতা নাজমুর রহমান, রাহিম আহমদ, রুহেল আহমদ, ইমন আহমদ, এমরান মিয়া, সাজু খান, এনামুল হক, সাকিব (রাহী), ফজল আহমদ এবং অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দরা নাজির বাজার আঞ্চলিক ছাত্রলীগের নতুন কমিটি গঠণকে সামনে রেখে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, নাজির বাজার আঞ্চলিক ছাত্রলীগ বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন এবং ওসমানীনগর উপজেলার দয়ায়ীর ইউনিয়ন এবং দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বৃহত্তর নাজির বাজার এলাকার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতৃবৃন্দ সমন্বয়ে গঠিত।
আজকের আয়োজিত এই কর্মীসভাটি বৃহত্তর নাজির বাজার এলাকার লালাবাজার ইউনিয়নস্থ ৭,৮ এবং ৯ ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে অনুষ্টিত হয়।