1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

বুদ্ধিজীবী মহল থেকে এবার সংগীতমহলে পরীমণির প্রশংসায় ‘নচিকেতা’


ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা রাখেন।’ ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনিকে নিয়ে এমনটাই বলেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা।

তিনি আরও বলেন, ‘পরীমনি তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী। যা খুব সহজ নয়। যা করছেন বেশ করছেন তিনি।’

সোমবার (৭ সেপ্টেম্বর) নচিকেতার গাওয়া ‘এত সাহস কার’ গানটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। বিষয়টি জানতে পেরেই এমন মন্তব্য করেছেন নচিকেতা।

জনপ্রিয় এ শিল্পী আরও বলেন, ‘আমি জানি পরীমনি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি ওর অনুপ্রেরণা জেনে ভালো লাগছে। সবার বোঝা উচিত, অভিনেত্রীরও ‘না’ বলার অধিকার আছে। সেই ‘না’ উচ্চারণ করেই তিনি আজ এত বিপাকে। এটা ওর দোষ নয়। সমাজের দোষ।’

ভারতীয় সংবাদমাধ্যমে পরীমনির উদ্দেশে বার্তা দিয়েছেন নচিকেতা। বলেছেন, ‘আপনাকে পূর্ণ সমর্থন জানাই। সবসময় পাশে আছি।’ ওই সাক্ষাৎকারে ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহার উদাহরণ টেনে নচিকেতা বলেন, ‘সেই সময় ওকে শুনতে হয়েছিল, ওর যাবতীয় উপার্জন নাকি বেশ্যাবৃত্তি করে হয়েছে। সমাজ বরাবর নিজের জোরে উপরে উঠতে থাকা নারীদের গায়ে কালি মাখিয়ে তাদের নিচে নামিয়েছে।’

গেল ৫ আগস্ট রাজধানীর বনানী থানায় মাদক মামলা দায়ের হয়েছিল পরীমনির বিরুদ্ধে। তিন দফায় সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এ অভিনেত্রীকে। রিমান্ড শেষে ১৯ দিন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন পরীমনি। পরে উচ্চ আদালতের হস্তক্ষেপে জামিন পেয়েছেন তিনি।

জামিন পেয়ে বর্তমানে নিজের বাসায় আছেন পরীমনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে পরীমনি লিখেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন! রাস্তায় মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’

তার স্ট্যাটাসের পর নতুন করে আলোচনা পরীমনি। চলচ্চিত্র সংশ্লিষ্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরীমনির নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন অনেকে। নেটিজেনদের অনেকেও পরীমনির পাশে দাঁড়িয়েছেন নতুন করে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet