1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১১ মে, ২০২১

বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ধীরে গতিতে স্থিতিশীল অবস্থায় আসছে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা


নিউজপয়েন্ট সিলেট ওয়ার্ল্ড ডেস্কঃ বিশ্বের একাধিক মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনায় মৃত্যুর সংখ্যাও কমছে বলে দাবি করেছে তারা। আর সেই জন্য বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ধীরে গতিতে স্থিতিশীল অবস্থায় আসছে বলেই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম বলেন, ‘‘করোনা সংক্রমণ সব চেয়ে বেশি ছড়িয়েছিল আমেরিকা ও ইউরোপ— এই দুই মহাদেশে। কিন্তু সেখানে সংক্রমণ ও তার ফলে হওয়া মৃত্যু, দুইই কমছে। শুধু এই দুই মহাদেশ নয়, আরও অনেক জায়গাতেই ভাইরাসের প্রভাব কমতে দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই অতিমারি এ বার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসতে শুরু করেছে।’’

যদিও গত সপ্তাহে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হঠাৎ করে কিছুটা বেড়েছে। আধানম বলেন, ‘‘গত সপ্তাহে ৫৪ লক্ষের বেশি আক্রান্ত ও প্রায় ৯০ হাজার মৃত্যুর ঘটনা ঘটেছে। এই বৃদ্ধি মেনে নেওয়া যায় না।’’

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত সপ্তাহে হঠাৎ এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি কয়েকটি দেশের কারণেই হয়েছে। তার মধ্যে ভারত-সহ এশিয়া মহাদেশের কিছু দেশ রয়েছে। এই দেশগুলিতে করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে। ফলে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। যদিও কয়েক দিন পরে এই সব দেশেও সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet