
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
আগামী ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ অক্টোবর) ৭৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মেয়র পদে ৬জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৮জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
মেয়র পদে উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জমিয়তের উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ পেয়েছেন ‘খেজুর গাছ’ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান পেয়েছেন ‘জগ’ প্রতীক, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন পেয়েছেন ‘হ্যাঙ্গার’ প্রতীক, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রবাসী মুমিন খান মুন্না পেয়েছেন ‘মোবাইল ফোন’ এবং যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন পেয়েছেন ‘নারকেল গাছ’ প্রতীক। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী প্রচার প্রচারণা।