
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন পার্থ সারথী দাস পাপ্পু।
আজ ২৪ ই নভেম্বর বুধবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক, সিলেট জেলা শাখার অন্তর্গত বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থেকে বিদেশে অবস্থান থাকায় তাকে উক্ত পদ হতে অব্যহতি প্রদান করা হয় ও সেই সাথে, পার্থ সারথী দাশ পাপ্পু (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বিশ্বনাথ উপজেলা শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ, বিশ্বনাথ উপজেলা শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।