1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

বিশ্বনাথে জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রবাসীর লক্ষ টাকার চেক হস্তান্তর


 

রাজা মিয়া,বিশ্বনাথ ::সিলেটের বিশ্বনাথ উপজেলার জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মোঃ আবুল হোসেন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ১,০০,০০০/- টাকার চেক হস্তান্তর করেন। এসময় উপস্হিত ছিলেন ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আফজালুর রহমান চৌধুরী নাজলু,দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানূরাগী মনজুর আহমদ,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব,সহকারী শিক্ষক নাজমুল ইসলাম,আবদুল হান্নান সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এসময় প্রবাসী আবুল হোসেন বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি এগুতে পারে না,শিক্ষার উন্নয়নে আমরা যারা প্রবাসী সবাই আন্তরিক রয়েছি।আমরা চাই সমাজ সুশিক্ষায় শিক্ষিত হউক।সমাজে সুশৃঙ্খলার আলোঁ ছড়িয়ে যাক। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet