1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

বিশ্বনাথে উপজেলা জাতীয়পার্টি’র আনন্দ মিছিল


বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী আবু বক্কর কয়েছ দেশে আসলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংবর্ধনা দেন।
আজ ৩রা ডিসেম্বর রবিবার বিকেলে আনন্দ মিছিলটি বিশ্বনাথ নতুন বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রবাসী চত্বরে এসে সংক্ষিপ্ত সভার মধ্যদিয়ে শেষ হয়।
সভায় সভাপতির বক্তব্য দেন,বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাজী আবু বক্কর কয়েছ।

তিনি বলেন,এক সময় বিশ্বনাথ জাতীয় পার্টির ঘাঁটি ছিল,পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জিএম কাদেরের হাতকে শক্তিশালী করা প্রয়োজন। এজন্য তিনি তৃনমুল নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুর রব,উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মতিন রাজু,সেচ্ছাসেবক পার্টির সাবেক আহবায়ক আফজল আলী তালুকদার,এস এম রফিক,জাতীয় পার্টি নেতা সাদেক আলী,রহমত আলী,নিজাম উদ্দিন,ইউনুস আলী,আলা উদ্দিন,শফিক আহমদ,আলতাবুর রহমান, মোহাম্মদ আলী,রুবেল আলী,ফজর রহমান,জিয়া উদ্দিন,আইয়ুব আলী,সাবুল মিয়া,মনোহর আলী,জাবেদ আহমদ প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet