নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্কঃ আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজ বাসায় তার মৃত্যু হয় ৷
আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন এ তথ্য জানিয়েছে। মাত্র ৬০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন ফুটবল ইশ্বর।
চলতি মাসেই ম্যারাডোনাকে বুয়েন্স আয়ার্সে হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে সফল অস্ত্রোপচার শেষে এক সপ্তাহ না যেতেই পরপারে পাড়ি জমালেন তিনি।
ম্যারাডোনার একক নৈপুণ্যে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তিনি শতাব্দীর সেরা গোলদাতা।
অনেকের মতে, সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনা। তিনি ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় পেলের সঙ্গে যৌথ স্থানে ছিলেন।