নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে আজ বুধবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সকাল ১১ ঘটিকার সময় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আয়োজিত সভায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠণের সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে, বঙ্গবন্ধুর সোনার দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা।নেতৃবৃন্দরা,স্বাধীনতার অপশক্তির বিরুদ্ধে সর্বদা রুখে দাড়ানোর আহবান জানান।