নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
দক্ষিণ সুরমা প্রতিবেদক:: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম।
এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম সিরাজুল ইসলাম সিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী নীতি ও আদর্শে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গভীর আস্থাশীল ছিলেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
তিনি বলেন, আমি সিরাজুল ইসলাম সিরাজ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন মরহুমকে বেহেস্ত নসিব এবং পরিবারবর্গকে এই বিশাল মৃত্যুশোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন।