নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ফুল দিয়ে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল সিলেট জেলা শাখার আহবায়ক নবগঠিত সিলেট সদর উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য শামছু উদ্দীন, সিনিয়র যুগ্ম আহবায়ক ছালিক মিয়া, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম, সদস্য মিনহাজ আহমেদ, ফখরুল ইসলাম নাইম, মুন্না রহমান, মুহিব আহমদ, মিনহাজ আহমদ, সালাম আহমেদ প্রমুখ।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম নবনির্বাচিত নেতৃবৃন্দ কে দায়িত্বের সাথে কাজ করার আহবান জানান ও দলের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে প্রযুক্তি দলের ব্যানারে উপস্থিত হতে বলেন, তিনি আশা করেন প্রযুক্তি দলও অনান্য সংগঠনের মতো সুনামের সাথে সাফল্য অর্জন করবে ইনশাআল্লাহ।