
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ৫ মে, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম আর নেই।
বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিলদার সেলিম দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।
মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিউজপয়েন্ট সিলেট/সবুজ শর্মা