
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি, বর্তমানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তার ও পরিবারের সকলের সুস্থতা কামনা করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) বাদ আছর দরগাহ হযরত শাহজালাল (র:) মাজার মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, মহানগর বিএনপির মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল আহমদ, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ল কলেজের সাবেক জি-এস আ ফ ম কামাল, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য জেলা যুবদল নেতা সাহেদ আহমদ চমন, জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল মজিদ, জেলা ও মহানগর বিএনপি নেতা লুতফুর রহমান, আবুল কালাম আজাদ, ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, মসরুর চৌধুরী, লায়েক আহমদ, আলী আকবর, মৌলভীবাজার জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম পিরুু, সিলেট জেলা যুব দল নেতা নজরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা আনোয়ার হুসেন, আলী আমজদ, সেলিম মিয়া, মোস্তাক আহমদ, সেলিম আহমদ, আলী আহমদ, আব্দুল বাচিত রুমান, সিলেট সদর উপজেলা যুবদলের আইনুল হক মেম্বার, সফিক আলী, রিয়াজ আহমদ, দিলোয়ার হুসেন ফুল মিয়া, মুহিবুর রহমান মহির, কয়েছ আহমদ, হোসেন আহমদ, বদরুল হোসেন, রাজন আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল মুনতাছির চৌধুরী সাব্বিহ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সদর, উপজেলা যুবদল নেতা লিটন আহমদ, সরিপ উদ্দীন তালুকদার, দেলোয়ার হুসেন, মোহাম্মদ আলী হিরা, রিপন আহমদ, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হানিফ আহমদ, মহানগর ছাত্রদল নেতা হুমায়ুন কবির তালুকদার প্রমুখ ।
উল্লেখ্য, গত শনিবার মিজান চৌধুরী, তার স্ত্রী ইফরাত জাহান চৌধুরী ও ছেলে মেহজিব মিজান চৌধুরী করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। সোমবার তাদের সবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।