
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
নিউজ পয়েট সিলেট প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সিলেট-৩ আসনের আগামীদিনের নৌকার পদপ্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ।
আজ (৫মে বৃহস্পতিবার ) সারাদিনব্যাপী তিনি দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় শুভেচ্ছা বিনিময়কালে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের তাৎক্ষনিক উদ্যোগে তিনি মতবিনিময় সভায়ও মিলিত হোন।
এছাড়াও, আ.স.মিসবাহ বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক অসূস্থ মুজিবুর রহমান এবং দেওয়ানবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার যুবলীগ নেতা আব্দুর রকিবের পিতা হাজী আবদুর রহমানকে দেখতে যান ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সদ্য প্রয়াত আজম আলীর পরিবারবর্গকে সমবেদনা জানাতে যান।