1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বাদ জোহর দেওয়ানবাগী পীরের জানাজা, দেওয়া হবে গার্ড অব অনার


নিউজ পয়েন্ট ডেস্কঃ মঙ্গলবার (২৯ ‍ডিসেম্বর) জোহরের নামাজ পর রাজধানীর মতিঝিলের দেওয়ানবাগ দরবার শরীফের প্রয়াত পীর, মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দেওয়ানবাগের পরিচালক ড. আরসাম কুদরত এ খোদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য প্রয়াত পীর, মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগীর জানাজা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে বলে দেওয়ানবাগ দরবার শরীফের ফেসবুক পেজে জানানো হয়েছে।

জানাজা শেষে দেওয়ানবাগী পীরকে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে তার স্ত্রীর পাশে সমাহিত করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দেওয়ানবাগী পীরের ব্যক্তিগত সহকারি মোহাম্মদ মেহেদী।

প্রসঙ্গত, গতকাল সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা ৪৮ মিনিটে ইন্তেকাল করেন দেওয়ানবাগী পীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সকাল পৌনে সাতটার দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে ইউনাইটেড হাসাপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet