
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ ভাষার মাস উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেট’র সাহিত্য কলামে প্রকাশিত কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি প্রভাষ কুমার শর্ম্মার লেখা কবিতা-
বাংলা আমার প্রাণ
প্রভাষ কুমার শর্ম্মা
………………………………
একুশে ফেব্রুয়ারি এলে
আজ-ও হৃদয়ে দেয় নাড়া।
আমার ভাইয়ের রক্ত নিয়ে
সেদিন হোলি খেলেছিল তারা।
ভাষার তরে শহীদ হওয়া
সেই বীর সন্তান।
বাংলার বুকে অম্লান থাকবে
তোমাদের অবদান।
বাংলা ওগো বাংলা ভাষা
সে হয় আমার প্রাণ।
বাংলা ভাষায় মিশে আছে
আমার মাতৃদুগ্ধ ঘ্রাণ।
সালাম জানাই রফিক সালাম
আর বরকত জব্বার।
যাদের আত্মত্যাগে বাংলা
উঁচু আজি বিশ্ব দরবার।