1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

বাংলাদেশ হকি জাতীয় দলের কোচ-নাভিদ আলম আর নেই


বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক কোচ পাকিস্তানের নাভিদ আলম মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

জানা যায়, কিছু দিন আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক পাকিস্তানি কোচ নাভিদ আলমের। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে নাভিদ আলমের মৃত্যুতে বাংলাদেশের হকিতে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশের হকির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। নব্বইয়ের দশকে উষা ক্রীড়া চক্রে খেলেছেন। এরপর কোচ হিসেবে দায়িত্ব পেয়ে বাংলাদেশে আসেন। ২০১৩ সালে তিনি বাংলাদেশ হকি দলের কোচ হন। 

পাকিস্তান জাতীয় দলে খেলেছেন দীর্ঘ সময়। এছাড়া বিশ্বকাপ হকি ও অলিম্পিকেও অংশ নেন। হকি থেকে অবসর নেওয়ার পর কোচিং পেশায় যুক্ত হন তিনি। বাংলাদেশ দল  ছাড়াও পাকিস্তানের কোচিং করিয়েছেন। পাকিস্তান হকি ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet