নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক কোচ পাকিস্তানের নাভিদ আলম মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।
এদিকে নাভিদ আলমের মৃত্যুতে বাংলাদেশের হকিতে নেমেছে শোকের ছায়া। বাংলাদেশের হকির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি। নব্বইয়ের দশকে উষা ক্রীড়া চক্রে খেলেছেন। এরপর কোচ হিসেবে দায়িত্ব পেয়ে বাংলাদেশে আসেন। ২০১৩ সালে তিনি বাংলাদেশ হকি দলের কোচ হন।