1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

বাংলাদেশ শুধু আমাদের প্রতিবেশী রাষ্ট্রই নয়, পরীক্ষিত বন্ধু রাষ্ট্র-পীয়ুষ গোয়েল


নিউজপয়েন্ট ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীয়ুষ গোয়েল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে ভারত-বাংলাদেশ এক সোনালী অধ্যায় অতিক্রম করছে। বাংলাদেশ কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্রই নয়, পরীক্ষিত বন্ধু রাষ্ট্র।

৩১ মার্চ সন্ধ্যায় দূতাবাস কার্যালয়ে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার ৫০ বছর পার করছে তখন দেশটি অনন্য উচ্চতায়। এই বিস্ময়কর সাফল্যের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের জন্য নয়, উপমহাদেশের শান্তি ও অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন।

বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান বলেন, নয় মাস দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ গত পাঁচ দশকে ধ্বংসস্তুপ থেকে আজ উন্নয়নের মাইলফলকে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই তা সম্ভব হয়েছে। বিশিষ্ট কূটনীতিক, সেনা কর্মকর্তা, বীর যোদ্ধা, সাংবাদিকসহ গুণীজন এ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন।

নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet