নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১১ জুলাই, ২০২১
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল কর্তৃক মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রিয় কমিটির ওয়েবসাইটে ১০ জুলাই ২৬ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহবায়ক শিমুল কান্তি পাল ও সদস্য সচিব সাহিদুর রহমান সাহি।
জানা যায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর ২০১৮ সনের ২২ এপ্রিল তারিখে পত্রনং ১০২ মূলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল অনুমোদন প্রাপ্ত হয়।

সংগঠনের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া ও সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এর যুক্ত স্বাক্ষরে সংগঠনের প্যাডে গত ১০ জুলাই তাদের নিজস্ব ওয়েবসাইটে মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পাল এর ছেলে শিমুল কান্তি পালকে আহবায়ক ও কুলাউড়ার বীর মুক্তিযোদ্ধা মসাদুর রহমান এর ছেলে সাহিদুর রহমান সাহি কে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. কবির উদ্দীন, মো: গিয়াস মিয়া, এম.আর.মামুন চৌধুরী, মো: আব্দুল বাতিন, মো: মোয়াজ্জেম জেমস, যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম ফারুক, মির্জা হামিদা বেগ আনিকা, এমদাদুল হক সুলতান ও সদস্যবৃন্দ আতিকুর রহমান, রুয়েজ আহমদ, মঞ্জুর আহমেদ আজাদ, টুম্পা মনি, রাকু পাল, শরীফ হোসেন খান, মো: লোকমান আহমেদ, আজিজুর রহমান, রুহুল ইসলাম, মো: ডালিম হোসেন, ফারজানা আক্তার এনি, মো: রবিউল ইসলাম, মো: ইমরান হোসেন, মো: কমরউদ্দীন বাদশা, আব্দুল মুক্তাদির নাছের, মো: নিজাম উদ্দীন।