নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ ইতালির সিসিলির পূর্ব উপকূলে সাগর
ইতালির সিসিলির পূর্ব উপকূলে সাগর সৈকতের কাছে চিক তায়োরমিনার মাউন্ট ইতনার ওই শহরে ৯০০ এর বেশি পরিত্যক্ত বাড়ি রয়েছে। ওইসব পুরনো বাড়ি এখন এক ইউরোতে বিক্রি হচ্ছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, এক কাপ কফির দামে সেখানে বাড়ি বিক্রি হচ্ছে। মূলত নতুন জনবসতি গড়তেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই গ্রামের মেয়র।
ওই প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে বাড়িগুলোর অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এ কারণে প্রতীকী দাম ১ ইউরো করে বাড়ি বিক্রি করা হচ্ছে। তবে যেসব বাড়ি কিছুটা ভালো অবস্থায় আছে, সেগুলো ৪ হাজার থেকে ৫ হাজার ইউরোতে বিক্রি হচ্ছে।
মেয়র আন্তোনি বলেন, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে গ্রামটির জনসংখ্যা ছিল ১৪ হাজার। তবে বর্তমানে তা কমে ৩ হাজারে পৌঁছেছে। তারা ওইসব বাড়ি পরিত্যক্ত হিসেবে রেখে চলে গেছেন। তাই নতুন জনবসতির প্রকল্প নিতেই ওইসব বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, এক কাপ কফির দামে সেখানে বাড়ি বিক্রি হচ্ছে। মূলত নতুন জনবসতি গড়তেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই গ্রামের মেয়র।
ওই প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে বাড়িগুলোর অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এ কারণে প্রতীকী দাম ১ ইউরো করে বাড়ি বিক্রি করা হচ্ছে। তবে যেসব বাড়ি কিছুটা ভালো অবস্থায় আছে, সেগুলো ৪ হাজার থেকে ৫ হাজার ইউরোতে বিক্রি হচ্ছে।
মেয়র আন্তোনি বলেন, ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে গ্রামটির জনসংখ্যা ছিল ১৪ হাজার। তবে বর্তমানে তা কমে ৩ হাজারে পৌঁছেছে। তারা ওইসব বাড়ি পরিত্যক্ত হিসেবে রেখে চলে গেছেন। তাই নতুন জনবসতির প্রকল্প নিতেই ওইসব বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজপয়েন্ট সিলেট/শর্মা