নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ ডুডল প্রদর্শন করছে গুগল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২টা থেকে গুগলের হোম পেজে বিশেষ ডুডলটি প্রদর্শিত হচ্ছে।
বিশেষ এই গুগল ডুডলে নীল আকাশের মাঝে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে। পতাকার পেছনে নীল সাদা আকাশ রঙের আকাশ দেখা যাচ্ছে। বিশেষ এই ডুডলে ক্লিক করলে উইকিপিডিয়াসহ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন তথ্য প্রদর্শন করছে।
বিভিন্ন দিবস, ব্যক্তি ও ঘটনার স্মরণে গুগল তাদের প্রচ্ছদে বিশেষ লোগো ফুটিয়ে তোলে, যা গুগল ডুডল হিসেবে পরিচিত।