1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২৪ মার্চ, ২০২১

বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় ফুল-ফ্রি স্কলারশিপ


অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগ দ্বারা পরিচালিত দীর্ঘমেয়াদী একটি পুরষ্কার হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ। ২০২২ শিক্ষাবর্ষের জন্য অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস- এর পক্ষ থেকে স্কলারশিপ প্রদানের লক্ষ্যে আবেদন শুরু হয়েছে। মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য এ স্কলারশিপে আবেদন করা যাবে।

স্থান: অস্ট্রেলিয়া

উদ্দেশ্য:

দ্বিপক্ষীয় ও আঞ্চলিক চুক্তির সাথে সামঞ্জস্য রেখে অস্ট্রেলিয়ার অংশীদার দেশগুলোর বিভিন্ন ইভেন্টের প্রয়োজনসমূহে অবদান রাখা। এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে সুযোগ প্রদান করে বিশেষত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যাতে সে অঞ্চলের শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ও প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (Technical and Further Education) ফুল টাইম স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়তে পারে। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে অধ্যয়ন ও গবেষণার সুযোগ দেয় যারা দক্ষতা এবং জ্ঞানের বিকাশ ঘটিয়ে নিজেদের দেশের পরিবর্তন এবং উন্নয়নে অবদান রাখতে চায়।

আবেদনের ক্ষেত্রসমূহ:
স্বাস্থ্য।
ডেভলেপমেন্ট/পরিবেশ/সাসটেইনেবিলি্টি।
ট্রেড/ইন্ডাস্ট্রি।
পাবলিক পলিসি/ইকোনমিক্স/গভরনেন্স।
ইনফ্রাস্ট্রাকচার/সায়েন্স/ইঞ্জিনিয়ারিং।
সিকিউরিটি স্টাডি।
ব্লু ইকোনোমি।
সুবিধা

সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ।
বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ।
ইকোনোমি ক্লাসে রিটার্ন টিকিটের খরচ।
বসবাসের খরচ ও স্বাস্থ্য বীমার সুবিধা।
কোর্সভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ।
আবেদনের যোগ্যতা

বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
বাংলাদেশের নাগরিক হতে হবে।
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তারা আবেদন করতে পাবেন না।
অস্ট্রেলিয়ান নাগরিকের সাথে বাগদানকৃত বা বিবাহিত হলে আবেদন করা যাবে না।কোনো সামরিক সেবার সাথে যুক্ত থাকা যাবে না।
আইএলটিএস (IELTS) স্কোর কমপক্ষে ৬.৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর ৬ এর নিচে হোয়া যাবে না।
যেসকল স্থানের প্রার্থীদের আবেদন করতে পারবে: বাংলাদেশসহ সকল দেশ।

আবেদন পদ্ধতি

প্রথমে নিম্নোক্ত লিঙ্কের ওয়েবসাইটে প্রবেশ করে প্রদানকৃত সকল ডকুমেন্টস ও তথ্য পড়ে দেখতে হবে।
আবেদনের জন্য উপযোগী কিনা যাচাই করে নিতে হবে।
কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির কোর্সগুলো আছে কিনা দেখতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি রাখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২১।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet