নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
বাংলাদেশকে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ দিতে চায় তুরস্ক। দেশটির বাংলাদেশ মিশন থেকে এমন প্রস্তাবনার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পেঁয়াজ সঙ্কট নিরসনে তুরস্ক এ সুযোগ দিতে চায় বলে জানা গেছে।
জানা গেছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেশটি থেকে পেঁয়াজ কিনে বাংলাদেশে আনতে পরিবহন খরচসহ প্রতি কেজির দাম পড়বে ২০ থেকে ২৫ টাকা। সম্প্রতি তুরস্ক থেকে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, তুরস্ক সফরকালে পেঁয়াজের সমস্যার কথা জেনে তাদের বাণিজ্যমন্ত্রীকে ফোন করেন তিনি।
তার সম্মতিতে বাংলাদেশ মিশনকে তুরস্কের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দেন জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে আলোচনা এগিয়েছে।
তুরস্কের ব্যবসায়ীদের পেঁয়াজ রপ্তানিতে এ আগ্রহের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।