নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ’র পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীরা বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে দুপুরের টিফিন বিতরণ করেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় বালাগঞ্জ সদর ইউনিয়নের চড় জাগরনী বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন ও উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর মধ্যে দুপুরের টিফিন বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা লয়লুছ মিয়া,রফিক মিয়া,যুবলীগ নেতা ইব্রাহিম আলী সুজন,মামুনুর রশিদ মামুন,বিভাশ দাস,চয়ন দাস,রকি আহমেদ, অনিক দে,রাহেল খান,বাবু মিয়া,সেবুল মিয়া,লেবু মিয়া,সাজন আহমেদ, রোকন মিয়া,ছাত্রলীগ নেতা মোঃসুরমান মোঃ তাজুয়ার চৌধুরী সোহান,মোঃ ফয়সল মিয়া,আলী আহমেদ,মোঃ মাসুম মিয়া,উসমান মিয়া,রিয়াদ আহমেদ, রিমন মিয়া,অনিক দাস,সৌরভ আহমেদ,শামীম আহমেদ সান্ত দাস,হৃদয় আহমেদ ইমন মিয়া সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।