নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
বহুতলের থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দিলেন পাঁচ তরুণী! শেষে পুলিশ গিয়ে উদ্ধার করল তাঁদের। ভারতের পশ্চিমবঙ্গের পার্কস্ট্রিটে রবিবার দুপুরে এ হুলস্থুল কাণ্ড ঘটে।
জিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বাড়িটির ঠিকানা, ৫ সি স্যান্ডেল স্ট্রিট। আলিমুদ্দিন স্ট্রিটের একেবারে লাগোয়া বহুতল ভবন। এদিন দুপুরে সেই বহুতলেরই সানসেটে উঠে পড়েছিলেন পাঁচ তরুণী। সকলেরই পরনে নাইটি, একে অপরের হাত ধরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন তাঁরা।
ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়। তড়িঘড়ি কয়েকজন পৌঁছে যান বহুতলের উপরের তলায়। এরপর হাত টেনে ধরে ওই তরুণীদের আটকানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় পার্কস্ট্রিট থানায়। ঘটনাস্থলকে গিয়ে পাঁচ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনে পুলিশ।
কেন এমন ঘটনা? জানা গেছে, স্যান্ডেল স্ট্রিটের ওই বহুতলেই থাকেন পাঁচ তরুণী। একটি সার্কাসে কাজ করতেন তাঁরা। পাড়ায় অনেকেই তাঁদের অনুশীলন করতেও দেখেছেন। ওই তরুণীদের দাবি, লকডাউনের পর থেকে হাতে কাজ নেই। এমনকী, যে সার্কাসে কাজ করতেন, সেই সার্কাসের মালিক বকেয়া পারিশ্রমিকও দেননি।
ফলে চরম আর্থিক দুর্দশায় দিন কাটছে। অবস্থা এমনই যে, বাড়ি ফিরে যাওয়ার মতো পয়সাও নেই। সে কারণেই একসঙ্গে সকলে মিলে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।