
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি বর্ণালী চক্রবর্তীর লেখা কবিতা-
ডুবন্ত সময়
কলমে – বর্ণালী চক্রবর্তী।
নিমজ্জিত কালপ্রবাহে আমরা সবাই ।
নৃশংসতার মাঝে অনায়াস সন্তরণ,
নিরুদ্বেগ চেতনায় আত্মমগ্নতা
ভীষণের বিভীষণ নাশ করে স্বর্ন লঙ্কা।
সকলেই বাঁচতে চাইছি মনে মনে।
দুভাগে বিভক্ত মানব কুল
একদল পদদলনে চূর্ণ করছে মেদিনী
অপর দল পদলেহনে স্খলিত লোলুপ,
পলায়ন আজ সাধারণ প্রবৃত্তি।
ক্ষমতার কাছে নতমস্তক ,
স্বাচ্ছন্দের আশায় যুপকাষ্ঠে মাথা গলানো
তাও তো অকাতর নয় অন্তহীন চাহিদা।
ঔদ্ধত্যের সামনে ঘাড় গুঁজে থেকে
সুখানুভূতির পালে লাগে কি বাতাস?
তবে কেন এই মারণযজ্ঞে বলী প্রদত্ত
আত্মচেতনা,জীবন,সময়ের প্রাণ।
একদল বন্য শৃগাল হুক্কাহুয়া রবে
কাঁপাচ্ছে জনপদ,আমরা ব্যাঘ্রকুল
শকুনের মাংসে হয়ে আছি আসক্ত।
হারিয়েছি নিজের শক্তির সম্ভ্রম ।
ঘুরে দাঁড়াতেই হবে শিরদাঁড়া নির্ভরে
বলতেই হবে চিৎকার করে —।
রোগাতুর আজ সমাজের দেহভার ,তবু
অবক্ষয়ের অমানিশা রোধে জাগতেই হবে।
সরীসৃপের শীতঘুম আরো অতলে নিয়ে
যাবার আগে জানাই জাগ্রত আহ্বান।।