
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১ অক্টোবর, ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখা কর্তৃক বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখা কর্তৃক সংবর্ধনা, শরৎসংখ্যার মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও স্বরচিত লেখা পাঠের আসর আজ ৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. শনিবার, সন্ধা ৬ ঘটিকায় নজরুল একাডেমি, সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি রাহনামা শাব্বির চৌধুরী মনি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক জসীম আল ফাহিম।
বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি মাছুমা টফি একা ও কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের মিডিয়া ও প্রকাশনী সম্পাদক কবি জয়ন্ত গোস্বামীর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখিকা সংঘের সহ-সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, বিশিষ্ট লেখক সৈয়দ রেজাউল হক।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটনকে কলকাতায় ক্রীড়া বিষয়ক পদকপ্রাপ্ত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি রোকসানা বেগম। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত
‘শরতের পংক্তিমালা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত অতিথি, প্রধান আলোচক, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত সবাইকে রজনীগন্ধার শুভেচ্ছা জানানো হয়। গান পরিবেশন করেন কণ্ঠ শিল্পী বাহার উদ্দিন বাহা।