1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

বঙ্গবন্ধু মহাসড়কে ভোলাগঞ্জ-সিলেট-ঢাকা বাস সার্ভিস চালু করেছে ‘বিআরটিসি’


নিউজপয়েন্ট ডেস্কঃ বঙ্গবন্ধু মহাসড়ক’এ কোম্পানীগঞ্জ উপজেলার অন্তর্গত ভোলাগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে বাস সার্ভিস চালু করেছে দেশের একমাত্র সরকারী পরিবহন সংস্থা বিআরটিসি।

আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ৮টার সময় ভোলাগঞ্জ পয়েন্টে আনুষ্ঠানিকভাবে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। ভোলাগঞ্জ, সিলেট-ঢাকা সড়কে বিআরটিসি এসি/ননএসি বাস সার্ভিসের উদ্বোধন করেন সিলেট বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার জুলফিকার আলী।

সিলেটের ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার জুলফিকার আলী বলেন, ভোলাগঞ্জ থেকে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে ভোলাগঞ্জ থেকে ছেড়ে যাবে বাস। এছাড়াও ভোলাগঞ্জ-সাদাপার থেকে সিলেট টু ঢাকা-সায়েস্তগঞ্জ, পাঁচদোনা, টঙ্গি আব্দুল্লাহপুর, ঢাকা এয়ারপোর্ট, মীরপুর-১, গাবতলীর উদ্দেশ্যে বাস চলাচল করবে।

নিউজপয়েন্ট সিলেট/ সবুজ শর্মা.

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet