নিউজ পয়েন্ট সিলেট, সাহিত্য ডেস্কঃ হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান কৃর্তীর জন্য তিনি আজও সকলের অন্তরে বিরাজমান। সেই মুজিবকে নিয়ে প্রতিভাবান কবি প্রভাষ কুমার শর্মার লেখা কবিতা-
বঙ্গবন্ধু তুমি আছ
প্রভাষ কুমার শর্ম্মা
——————–
তুমি আছ
দারিদ্রতার জীর্ণ বাসস্থানে।
তুমি আছ
বাংলার কাদামাটির ঘ্রাণে।
তুমি আছ
পদ্মা মেঘনা যমুনার তীরে।
তুমি আছ
হাজারো নেতাকর্মীর অন্তরে।
তুমি আছ
অসাম্প্রদায়িকতার প্রতীকে।
তুমি আছ
মমতাময়ী বাংলা মায়ের বুকে।
তুমি আছ
ধর্ষিতার ভাষাহীন চিৎকারে।
তুমি আছ
সত্যের আলোয় ন্যায়ের বিচারে।
তুমি আছ
ঐতিহাসিক রেসকোর্স ময়দানে।
তুমি আছ
রাজপথে প্রতিবাদের জয়গানে।
তুমি আছ
স্বাধীনতার জয় বাংলা স্লোগানে।
তুমি আছ
কলম সৈনিক সাহিত্যিকের মনে।
তুমি আছ
মহানুভবতার অসীম সাগরে।
তুমি আছ
হে বঙ্গবন্ধু বিশ্ব দরবারে।
নিউজ পয়েন্ট সিলেট/ এস শর্মা.