
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৭ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতার স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বুধবার (১৭ মার্চ) দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবু জাহিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা আলী রেজা, পংকি মিয়া, জাহেদ আলী, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হুসেন, সাধারণ সম্পাদক আবুল হুসেন, মোল্লারগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুমিন হুসেন, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিক আহমদ, সাধারণ সম্পাদক আতিকুল হক, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সদরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠণের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।