
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
নিজউ পয়েন্ট প্রতিবেদকঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের উদ্যোগে ও তথ্য অফিস সিলেটের সার্বিক সহযোগীতায় মুক্তিযুদ্ধের ইতিহাস প্রামাণ্যচিত্র, ও আলোচনা সভা ২৫ মার্চ বৃহস্পতিবার ক্বীন ব্রীজ সংলগ্নে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. শামীম আহমদের পরিচালনায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এড. বদরুল ইসলাম জাহাঈীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমির আলী, সাবেক সদস্য রফিকুল হুসেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হুসেন, মোল্লারগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হুসেন, সহ-সভাপতি ফারুক আহমদ মেম্বার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, খলিল আহমদ, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সদরুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শৈলেন কর, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদল লয়েছ আহমদ, আওয়ামী লীগ নেতা এড. আলী আহমদ, আব্দুল আহাদ, এম.শামীম আহমদ, জাবেদ আলী, কাবুল, নজরুল ইসলাম, কামরুজামান কাবুল, আব্দুল কাদির সেবুল, মোবারক আলী, হাজী আব্দুস সত্তার, সিলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লিটন, তেতলী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন খান, তেতলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম লিটন, কামালবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল হুসেন, সদস্য সচিব সিদ্দিকুর রহমান খালেদ, যুগ্ম আহবায়ক ইকরামুল ইসলাম, মোগলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক খোকন আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী, কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম প্রমুখ