নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সিলেট জেলা কমিটি কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যযা ৬.০০ ঘটিকায় হোটেল পানসি ইনে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।
প্রধান অতিথির বক্তব্যে সুব্রত পুরকায়স্থ বলেন আগামী ১০ এপ্রিলের মধ্যে সিলেট জেলার সবকটি ইউনিয়ন কমিটি করার জন্য এবং প্রস্তুতি সভায় সিদ্ধান্ত গৃহিত হয় আগামী ২২ মার্চ সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক ক্বীন ব্রীজ সংলগ্নে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হবে।
প্রস্তুতি সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও কার্যকরী কমিটির সকল সদস্য এবং সিলেটের ১৩ টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।