
নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ
?
? বঙ্গবন্ধুর Epic (ইপিক) – মহাকাব্য
??দি আর্ট অফ বঙ্গবুন্ধ- বাংলাদেশ
poet of politics (রাজনীতির কবি)
আর্ট ইংরেজী শব্দ । বাংলায় যাকে বলে শিল্পকলা বা কৌশল। মহামানব, মনীষিরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সেই আর্টের প্রয়োগ করেছেন অত্যন্ত বুদ্ধিমত্বার সাথে । যা পরবর্তিতে যুগে যুগে মানুষের দ্বারা প্রশংসিত এবং অনুকরনীয় হয়েছে ।
শতাব্দীর শ্রেষ্ট বাঙ্গালী , জাতির জনক বঙ্গবন্ধুর পুরোটা জীবন বিশ্লেষন করলে আমরা প্রতিটি ক্ষেত্রে , প্রতিটি পটভুমিকায় সেই বুদ্ধিদীপ্ত আর্ট বা শিল্প গুনসম্পন্ন কর্ম কান্ডের স্পস্ট উপস্হিতি দেখতে পাই।
আমি নিচে জাতির জনকের জীবনের কয়েকটি বিশেষ ঘটনার অবতারনা করলাম , যার প্রতিটি ঘটনাই তাঁর গভীর বুদ্ধিমত্তার সাথে আশ্চর্য শিল্পগুন সমৃদ্ধ উপস্হাপনার প্রমাণ বহন করে।
?? দি আর্ট ওফ সিক্স পয়েন্ট (ছয়দফা)ঃ “ গাভীকে ঘাষ খিলাই আমরা , দুধ খায় পাকিস্তান “।
??দি আর্ট অফ সনেট : ৭ই মার্চের ভাষন।
??দি আর্ট অফ অর্ডার: “আমি যদি হুকুম দেবার নাও পারি”।
??দি আর্ট ওফ অর্গানাইজার : “ ঘরে ঘরে ,মহল্লায় মহল্লায় আওয়ামীলীগের নেতৃত্বে দুর্গ গড়ে তুলো”।
??দি আর্ট অফ লাভ : “আমার জীবনের চেয়েও বেশী আমার বাংলার মানুষকে ভালোবাসি”।
??দি আর্ট অফ উইকনেস: “আমি আমার জনগনকে বেশী ভালবাসি, বিশ্বাস করি”।
??দি আর্ট অফ ফাদারলী লাভ: “বীরাঙ্গনা সহ যাদের পিতৃপরিচয় নাই,তাদের পিতার নামের জায়গায় লিখে দিও….শেখ মুজিবর রহমান,ধানমন্ডি , ৩২ নম্বর।”
??দি আর্ট অফ ফ্রেন্ডশীপ: জেনারেল ওসমানীর প্রতি “পাকিস্তানের কর্ণেল, তুমি বাংলার জেনারেল”
?? টুঙ্গীপাডার খোকা থেকে বঙ্গবন্ধু … বিশ্ববন্ধু।
??দি আর্ট অফ বিশ্বস্ততা, আনুগত্য: মুজিবনগর সরকার, জেলহত্যা ।
??দি আর্ট অফ সত্যবাদীতা: “কোরান মজিদ নাজিল হয়েছিল ২৩ বৎসরে , ভাইয়েরা আমার ২৩ বছরের করুন ইতিহাস জেল জুলুম নির্যাতনের।উনারা দোষ দিয়েছেন আমার উপর , আমার দেশের মানুষের উপর।”
?? দি আর্ট অফ টক : দোষমনদেরকেও সম্বোধন করেছিলেন , আপনারা এবং সাহেব বলে।
“ভুট্টু সাহেব , ইয়াহিয়া খান সাহেব।আপনারা আমাদের ভাই।জানি আপনাদের সাঁথে আর মুখ দেখাদেখি হবেনা।আর জুলুম নির্যাতন করবেন না, অন্তত ভাই ভাই হিসাবে যেন থাকতে পারি”।
??দি আর্ট অফ লাভ (প্রেম) : আমার সোনার বাংলা ,আমি তোমায় ভালোবাসি।
?? দি আর্ট অফ কালার : লাল সবুজের পতাকা।
দি আর্ট অফ গ্রেটফুল, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।
??দি আর্ট অফ ড্রেসেসঃ ছয় বোতামের কালো মুজিব কোট।
??দি আর্ট অফ বিহেইবারঃ ওই গরিব ,কৃষক ,মজুর, রিক্সার ড্রাইভার ঠেলা ড্রাইভার ওদেরকে সম্মান করে কথা বলতে হবে। কার টাকায় ডাক্তার সাব, কার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, কার টাকায় কন্টাকটার সাহেব, কার টাকায় সব সাব?
?? দি আর্ট অফ হিউম্যানিটিঃরাষ্ট্রীয় চার মূলনীতি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র/
আমি বাঙালি ,আমি মুসলমান, আমি মানুষ। অর্থনীতির সুষম বন্টনের জন্যই সমাজতন্ত্র।
??দি আর্ট অফ হিস্টোরিক্যাল হিস্ট্রিঃ মুজিব বাদ দর্শন।
??দি আর্ট অফ রাইটারঃ অসমাপ্ত আত্মজীবনী।
??দি আর্ট অফ আইডেন্টিফাইঃ খেয়াল রাখবে সমাবেশে শত্রুপক্ষ ঢুকে গেছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
অবরোধে গরীবের যাতে কষ্ট না হয়- রিক্সার চলবে ঠেলা গাড়ি চলবে চাকরিজীবী ২৮ তারিখের ভিতরে মায়না পত্র নিয়ে আসবে, আর মায়না যদি না দেয় চাকরিতে জয়েন্ট না করিও না-
খাজনা-ট্যাক্স বিল পত্র সবকিছু বন্ধ করে দিও!?
?? দি আর্ট অফ ফ্যামিলি, সুপার গ্লু।
দি আর্ট অফ রিলেটিভ,
সুপার গ্লু।
??দি আর্ট অফ, হিউম্যান ম্যানেজমেন্টঃ
বনের হিংস্র প্রাণীকে পোষ বানানো যায়, মানুষকে পুষ বানানো যায় না,
মানুষকে পুষ বানাতে প্রেম প্রীতি ভালোবাসা, ছলে বলে কৌশলে, তাকে একটি স্বার্থ ও দিতে হয় !
??
দি আর্ট অফ হার্ট সার্জারি, ক্যামব্রিজ সেন্টআইব পাপ
ওআর্থ ইউকে, ইউরোপের বিখ্যাত হার্ট সার্জারি হসপিটাল এখানে ই স্বাধীনতার সূচনার প্রথম গোপন বৈঠক হয় লন্ডন আওয়ামী লীগ 2 ভাগে বিভক্ত থাকার কারণে।
??the art of রিলিজিয়াসঃ
দি আর্ট অফ ডোনারঃ
the art of inventor-
the art of creater-
ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা-
কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা,
টঙ্গির ইজতেমা ফিল্ড,
রেডক্রস ময়দান হতে মদ জুয়া হাউজি ঘোড়ার দৌড় নিষিদ্ধ করণ-
?? the art of of আধ্যাত্মিকতাঃ বঙ্গবন্ধু মাছ চাষ ভালবাসতেন, হঠাৎ মাছ পলায়ন করেছিল,পিছন থেকে মুস্তাক এসেছিল, পিছনে না তাকিইয়েই, বুঝতে পেরেছিলেন মুস্তাক এসেছে, বঙ্গবন্ধু বলেছিলেন কিরে মুস্তাক তোকে মাছেও কি ভয় পায়!
??the art of আইডীয়্যালিস্টিক ফাদারঃ
তোমরা আদর্শবান হও সৎ পথে থেকো।
মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন
মানুষ হইতে হবে,
মানুষ যখন।
দি আর্ট অফ ওয়ার্ল্ড লিডারঃ বিশ্ব বন্ধুঃ
পৃথিবী দুই ভাগে বিভক্ত, এক ভাগ শোষক, এক ভাগ শোষিত-
আমি শোষিতের পক্ষে।
পাকিস্তানের জেলে, আমার মৃত্যু হলে আমার লাশটা যেন, আমার বাঙালির কাছে পাঠিয়ে দিও।
প্রতিটি লাইন যেন এক জীবন্ত সারমর্ম যা দিয়ে বই রচনা করা যায়..যেখানে পুর্ন সম্মান রেখে শুধরে দেওয়ার এক আসাধারন ম্যানার ফুটে উঠেছে… শিক্ষা, মনুষ্যত্ব, সৌন্দর্য, আচরন,সামাজিক ব্যাধি বাস্তবতা সব যেন এই ছোট্ট Epic(ইপিক)টাতে অন্তর্নিহীত আছে… Epic টার সৌন্দর্য বর্ননা করার মতো আমার ভাষা জানা নেই..???
মোহাম্মদ মুজিব হোসেন।
“সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ”
যুগ্ম সম্পাদক।