1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

ফোন চার্জে দিয়ে শুনছিলেন গান, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজ ছাত্রের


নিউজ পয়েন্ট ডেস্কঃ শোয়া অবস্থায় ফোন চার্জে দিয়ে কানে ইয়ার ফোন লাগিয়ে শুনছিলেন গান। এরমধ্যেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক কলেজছাত্রের। শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। রাকিব আহমেদ (২২) নামের ওই ছাত্র নিজের বাড়িতে শোয়া অবস্থায় গান শোনার সময় এ দুর্ঘটনার শিকার হন।

রাকিব বগুড়া সদরের কলোনি এলাকার চিটাগাং নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ডা. শাহানুরের ছোট ছেলে। তিনি ঢাকার একটি কলেজের ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিলেন রাকিব। রাত সাড়ে ৮টার দিকে তাকে ডাক দিতে গেলে সাড়া না পেয়ে পরিবারের লোকজন শঙ্কিত হয়ে পড়েন।

পরে তারা দরজা ভেঙে দেখেন, রাকিব বিদ্যুতায়িত হয়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের বড় ভাই রাব্বি জানান, কানে ইয়ারফোন লাগিয়ে রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিল। মোবাইল চার্জে দেয়া ছিল। সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে বিদ্যুতায়িত দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক জানান, রাকিব মারা গেছেন। পরে তার লাশ বাসায় নিয়ে আসা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet