1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:১০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২৭ মার্চ, ২০২১

ফেসবুক বন্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী: টেলিযোগাযোগমন্ত্রী


শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সারাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অচল হয়ে আছে। ২০ ঘন্টার বেশি সময় ধরে এখনও অচল রয়েছে জনপ্রিয় এ মাধ্যমটি। তবে অনেকেই ভিপিএন-সেবা ব্যবহার করে এটি ব্যবহার করছেন।

জানা গেছে, গতকাল বিকেল থেকে হঠাৎ ফেসবুকে লগইন করা থেকে শুরু করে মেসেঞ্জারে কিছুই করা যাচ্ছে না। জানা যাচ্ছে না এই সমস্যার স্পষ্ট কারণ। তবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন ফেসবুক বন্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারাই বিষয়টি বলতে পারবে বলেও তিনি জানান।

তথ্য মতে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার পর থেকে দেশের ফেসবুক ব্যবহারকারীদের বেশির ভাগই তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিল না। কেউ কেউ প্রবেশ করলেও স্বাভাবিক সেবা পাচ্ছিল না।

এ বিষয়ে শনিবার (২৭ মার্চ) গণমাধ্যমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এটা আমাদের সিদ্ধান্ত না। এটা আইনশৃঙ্খলা বাহিনী করেছে। তারাই বলতে পারবেন কেন বন্ধ আছে। আইনশৃঙ্খলা বাহিনী সরকারেরই অংশ। তারা নিঃসন্দেহে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটা নিয়ন্ত্রণ করছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet