1. [email protected] : Joyanta Goswami : Joyanta Goswami
  2. [email protected] : Developer :
  3. [email protected] : News Point : News Point
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:১৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

ফেঞ্চুগঞ্জে সিলেট-০৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাবিবের খাদ্যসামগ্রী বিতরণ


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ  সিলেট ৩ আসনে আগামী উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনােনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব আজ দুপুর ১ ঘটিকায় ফেঞ্চুগঞ্জের মাহমুদ উস সামাদ চৌধুরী রিভার ভিউ’তে অসহায় ও দুস্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ছাত্রলীগ নেতা রেজান শাহ’র উপস্থাপনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাদির খান , প্রচার সম্পাদক হাজী এনাম, সাবেক ভিপি এস এম কিবরিয়াল ময়নুল, সহ প্রচার সম্পাদক টুকু খান, সদস্য মিজানুর রহমান বাবেল।
মৎস্যজিবীলীগ নেতা সালেহ আহমদ , আদিল আহমদ , সাইদিল আহমদ।ছাত্রলীগ নেতা- ফাহিম শাহ , রাসেল শাহ , নাইমুর রহমান, কামেল আহমেদ, ওমর ফারুক জেম্স, রেদওয়ান শাহ, আসফাক জাকারিয়া, জায়েদ আহমদ, রাজু আহমদ, সাজু আহমদ, হােসেন আহমদ, আকাশ আহমদ, রনি আহমদ- প্রমূখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet