নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস ও মুজিববর্ষে কুশিয়ারা নদীর তীরে ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীকে উপহার স্বরুপ “শেখ রাসেল শিশু পার্ক” উদ্বোধন করেন সিলেট ০৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি।
এ উপলক্ষে আজ বুধবার ১৬ই ডিসেম্বর বিকেল ৪ ঘটিকার সময় শুভ উদ্ভোধনী অনুষ্টান এবং আলোচনা সভার প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি ইসলাম,এসিল্যান্ড ফেঞ্চুগঞ্জ মৌসুমি মান্নান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হুসেন।
এছাড়াও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠণের সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
জানা যায়, শিশু পার্কটি স্থাপনের মূল পরিকল্পনা এবং বাস্তবায়ন করেন স্থানীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি।