নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের ওপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সদরের ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
উপজেলা মৎস্যজীবী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহরাব হোসেন জুনেলের পরিচালনায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন, সেবুল মিয়া, লুৎফুর রহমান জাহাঙ্গীর, আয়াস মিয়া ও সারোয়ার সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, আক্তার হোসেন ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ৩ ফেব্রুয়ারি ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আক্তারের ওপর হামলা করা হয়। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।