
নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ আজ শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যার পর লক্ষিবরছক ও ছদ্দপুরের মধ্যে অনুষ্টিত ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ২ ঘন্টা উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রায় ২ ঘন্টা পর দক্ষিণ সুরমার জালালপুরের এ সংঘর্ষ থেমেছে। তবে এখনো চরম উত্তেজনা বিরাজ করছে। আবারও যখন তখন সংঘর্ষ শুরু হতে পারে বলে আশংকা প্রত্যক্ষদর্শীদের। পাশাপাশি মিটমাটের চেষ্টাও চলছে।
তবে মোট আহতের সংখ্যা বা কেউ গ্রেফতার হয়েছে কি না, তা জানাতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানা পুলিশ। রাত সোয়া ৯টার দিকে সিলেট প্রতিদিনকে ওসি শামসুদ্দোহা বলেন, আমরা এখনো সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই মুহুর্তে হতাহত বা গ্রেফতার বিষয়ে কিছু জানানো যাচ্ছেনা। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত জানানো যাবে।
ঘঠনাস্থলে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, এখনো উভয় গ্রামবাসীর মধ্যে রণপ্রস্তুতি চলছে। যখন তখন আবারও সংঘর্ষের সূত্রপাত হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সালিশ ব্যক্তিত্ব আলাউদ্দিন আলাই সহ পুলিশ প্রশাসন উত্তেজনা প্রশমনে এখনো কাজ করছেন।
নিউজপয়েন্ট সিলেট/ সৌরভ/৫০