1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ২১ মে, ২০২১

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলী বাহিনীর ন্যাক্কারজনক গণহত্যার প্রতিবাদে নাজির বাজারে মানববন্ধন অনুষ্ঠিত


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ  মজলুম রাষ্ট্র ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইলের চালানো একের পর এক বর্বর হামলা ও নৃশংসভাবে গণহত্যার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহত্তর নাজিরবাজার এলাকার সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে শুক্রবার (২১ মে) জুমুআর নামাজ শেষে স্থানীয় নাজিরবাজারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে মিছিল সহকারে যোগ দেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

নাজিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, নাজিরবাজার মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আ স ম মিসবাহ,সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আশিক আলী, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, ঝাজর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবদুল কাদির, যুবলীগ নেতা ও মানববন্ধন কর্মসূচির অন্যতম সমন্বয়ক হেলাল আহমদ, সমাজকর্মী জয়নুল হক আলম, বিশিষ্ট ব্যবসায়ী মুহিউদ্দিন, সাবেক মেম্বার মনির আলী, যুব নেতা আলাউদ্দিন শিকদার,সাবেক ছাত্রনেতা সুবেলুর রহমান চৌধুরী, অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান রিপন, ছাত্রনেতা হোসেইন আহমদ প্রবেল, দারুল কোরআন মাদরাসার শিক্ষক জুনেদ আল আবিদ, তরুণ সমাজকর্মী আবুল কালাম রুনু, যুবনেতা ছালিক চৌধুরী, যুব নেতা এবাদুর রহমান, সমাজকর্মী মাহবুব আলম, যুব নেতা ফজলু মিয়া, সাংবাদিক রেজাউল হক ডালিম, ব্যবসায়ী সাবেল আহমদ, বাবর আহমদ, সমাজকর্মী জয়ন্ত গোস্বামী, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা ওয়াহিদুর রহমান, সমাজকর্মী মিজানুর রহমান চৌধুরী মিজান, মিনহাজ আহমদ, নাজমুল ইসলাম, ছাত্রনেতা কামরুল ইসলাম জ্যাকব, সুয়েব আহমদ জয়, যুবনেতা পাবেল আহমদ, ছাত্রনেতা রুমন আহমদ নিহাদ, সাব্বির আহমদ, শাহ্ কামরান, মোঃ ইমন মিয়া, সমাজকর্মী শহীদুর রহমান, ছাত্রনেতা ওহি আহমদ, যুব নেতা কালাম মিয়া, আব্দুল আমিন, শাহ রায়হান আহমদ রিমু,  পাবেল আহমদ, হাফিজ রেজাউল করিম, ব্যবসায়ী নাজিম উদ্দিন রাহিন, কামরান আহমদ, সাবেল আহম, সেলিম আহমদ, দবির মিয়া, দিলাল আহমদ, খছরু, রাহেল, রাসেল, রাশেদ হাসান হৃদয়, রাহিম আহমদ, রাহুল, মোহাম্মদপুর জামে মসজিদের ক্যাশিয়ার মুহিবুর রহমান, সদস্য নেছার মিয়া, রাজন আলী,  মুন্না আহমদ, আদিল মিয়া, তাজুল ইসলাম ও রাহিম মিয়া প্রমুখ।

সভায় বক্তারা জাতিসংঘের প্রতি ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট হিসেবে আন্তর্জাতিকভাবে ঘোষণার দাবি জানিয়ে বলেন, অতীতেও ইসলরাইল ফিলিস্তিনের উপর নির্যাতনের স্ট্রিম-রোলার চালিয়েছে। আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার না হওয়ায় বার বার ইসরাইল ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের উপর গণহত্যা চালায়।

মানববন্ধনে  বিশ্বের সকল মুসলমানকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। সেই সঙ্গে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আমাদের দেশের সরকার ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় খরচে ওষুধ প্রেরণ করেছে এবং এই গণহত্যা বন্ধের জোর দাবি জানিয়েছে।

সভা শেষে মুনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা হাফিজুর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দারুল কোরআন মাদরাসা নাজিরবাজার-এর শিক্ষার্থী মারুফ আহমদ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet