1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

প্রয়াত সামাদ চৌধুরী ও ব্যারিস্টার রনি’র মায়ের মৃত্যুতে ইতালিতে শেখ রাসেল পরিষদের দোয়া ও মিলাদ মাহফিল


নিউজ পয়েন্ট ডেস্কঃ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি’র মৃত্যুতে এবং সর্ব ইউরোপ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সেক্রেটারী ও কেন্দ্রীয় আইন সম্পাদক  ব্যারিষ্টার জাহাঙ্গীর আলম রনি’র মা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পারুল আক্তারের মৃত্যুতে ইতালীর রোমে তরপিনাতারায় রোমা জামে মসজিদে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ইতালী শাখা।

আয়োজিত এ মিলাদ ও  দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওলানা ফারুক আহমেদ, এ সময় উপস্থিত ছিলেন সভাপতিঃ হাবিবুর রহমান নাজমুল, সেক্রেটারী জামিলুল আরিফ জামিল, সহ-সভাপতি রোবেল হাসান,আলম মাহমুদ,সাংগঠনিক সচিব শরীফুল ইসলাম শরীফ, জয়েন সেক্রেটারী মহসিন সাহ,অন্যান্য নেত্রী বৃন্দের মধ্যে উপস্হিত হয়েছেন মুরাদুল ইসলাম ছোটন,মামুন রহমান,শামীম মল্লিক,আব্দুল আলী,শাহারিয়া জালাল,রাসেল মোল্লা খলিল,সহ অনেক নেত্রী বৃন্দ, সর্বশেষে নৈজভোজে অংশগ্রহণ করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ এবং রোম মহানগরের সভাপতি এম ডি উজ্জল ও সেক্রটারী বেলাল আহম্মেদ প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet