
নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেট জেলা প্রযুক্তি দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সিলেট জেলা যুবদল নেতা মোঃ শামছু উদ্দীন কে আহবায়ক জেলা ছাত্রদল নেতা মোঃ মিজানুর রহমান চৌধুরী কে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় প্রযুক্তি দলের সভাপতি এম এ হাসান সুমন ও সাধারন সম্পাদক শিহাব উদ্দিন সিয়াম কে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক বলেন, নবগঠিত এ কমিটি সিলেট জেলা ও মহানগরে দলের অগ্রযাত্রাকে আরো তরান্বিত করবে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রকৃত মুক্তির আন্দোলনে এ কমিটি শক্তিশালী ভূমিকা পালন করবে।