নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১১ এপ্রিল, ২০২১
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি প্রভাষ কুমার শর্ম্মা’র লেখা কবিতা-
সাধু সাবধান
প্রভাষ কুমার শর্ম্মা
………………………..
লোক আসরে বজ্র কন্ঠে,
শোনাও ধর্মের বাণী।
ধর্মের নামে সহিংসতার,
সুযোগে দাও উস্কানি।
ধর্মের অজুহাতে তুমি,
মানুষ করো ভাগ।
শেষ বিচারের মালিক স্রষ্টা,
বলি মূর্খ তোমার কথা থাক।
ধর্ম কথা সদায় মুখে,
তবু স্বার্থ নেশায় মত্ত।
ধর্ম কি? তা বুঝো আগে,
জানো সটিক তথ্য।
আজ না হয় কাল যখন,
পরবে তুমি ধরা।
ধার্মিক নামে ভন্ড তুমি,
তখন হবে সর্বহারা।
ধর্মের নামে ব্যাবসা আর,
ছাড়ো সব ভণ্ডামি।
সাধু সাবধান বলি ওহে,
সবি দেখছে অন্তর্যামী।