
নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি প্রভাষ কুমার শর্ম্মার লেখা কবিতা-
মৃত্যুপুরী
প্রভাষ কুমার শর্ম্মা
*****************
দিন গেল সপ্তাহ গেল,
গেল কত মাস।
বিশের পরে একুশে এবার,
চারিদিকে শুধু লাশ।
আশা ছিল বিশের শেষে,
আসবে নতুন দিন।
আজি বদ্ধ ঘরে অসহায় খুব,
শুনি সর্বনাশের বীণ।
মায়ের চোখের সামনে কত,
কাতরায় বুকের ধন।
মেহেদির রং হয়নি মলিন,
বিধি সাদা কাপড়ে বোন।
কোথায় আজি করবে দাপন,
কোথায় করবে দাহ।
মৃত্যুর মিছিল চারিদিকে
কাঁধে মৃতদেহ।
করোনায় আজ পৃথিবীটা,
যেন মৃত্যুপুরী।
প্রভু মোদের রক্ষা করো,
তোমার দয়ার নাইকো জুড়ি।
*************************