
নিউজ পয়েন্ট সিলেট
সোমবার, ১০ মে, ২০২১
সাহিত্য ডেস্কঃ নিউজ পয়েন্ট সিলেটের সাহিত্য কলামে প্রকাশিত কবি প্রভাষ কুমার শর্ম্মার লেখা কবিতা-
মা
প্রভাষ কুমার শর্ম্মা
দশমাস দশদিন,
রাখিয়া উদরে।
প্রসব যন্ত্রণা সয়ে,
জন্মিলো তোমারে।
মায়ের দুগ্ধ পানে,
বাঁচিলো এ প্রাণ।
কিছুতে হবে না পুরণ,
মায়ের সেই অবদান।
মায়ের কোলে আছে,
যেন স্বর্গীয় সুখ।
পাগলিনী হয় মা,
হলে সন্তানের অসুখ।
মায়ের মনে কখনো,
দিওনা কষ্ট।
মায়ের সেবা বিনে প্রভু,
কিছুতে হয়না তুষ্ট।
মায়ের ঠাঁই যদি কবু,
দাও বৃদ্ধাশ্রম।
জানিও বিফল তোমার,
দুর্লভ জনম।
মা শব্দে মিশে আছে,
অমৃত স্বাদ।
মা বিনে মিছে সংসার,
আছে গুণীর প্রবাদ।