
নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব চুনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উনার ইন্তেকালে, দক্ষিণ সুরমা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পক্ষ থেকে সংগঠণের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক জাহেদুল হাসান এক শোক বার্তায় মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় তারা বলেন, প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব আলহাজ্ব চুনু মিয়ার মৃত্যুতে আমরা একজন অভিভাবক কে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ মরহুম চুনু মিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।