নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন এর কৃতি সন্তান বৃহত্তর সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি,বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব আকবর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উনার ইন্তেকালে, দক্ষিণ সুরমা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পক্ষ থেকে সংগঠণের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক জাহেদুল হাসান এক শোক বার্তায় মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় তারা বলেন, প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, বৃহত্তর সদর উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব আকবর আলীর মৃত্যুতে আমরা একজন অভিভাবক কে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ আকবর আলী কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।