নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে হাড়িয়া গ্রামে জমি নিয়ে খুনের ঘটনায় মর্তুজ আলী হত্যা মামলায় আসামীদের ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজার নিশ্চয়তা দিয়ে মর্তুজ আলীর কাছ থেকে মিথ্যা আশ্বাস ও প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বুলবুল নামের এক যুকতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) ভোররাতে ওসমানীনগর থানা পুলিশের সহযোগীতায় মাধবপুর থানা পুলিশ বুলবুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন বুলবুল ওসমানী নগর উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত কনা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের মর্তুজ আলী হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে প্রধান বিচারপতির সই স্বাক্ষর জাল করে প্রতারক বুলবুল মাধবপুর থানায় গ্রেফতারী পরোয়ারা পাঠায়। মর্তুজ আলীর ভাতিজা আল আমিনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরে এ ঘটনায় মর্তুজ আলীর ভাতিজা আল আমিন, প্রতারক দেলোয়ার হোসেন বুলবুল এর বিরোদ্ধে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রতারনা ও জাল জালিয়াতির মামলা করে। আদালতের নির্দেশে দেলোয়ার হোসেন বুলবুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামী বুল্লা গ্রামের হেলাল মিয়া পলাতক রয়েছে।
মাধবপুর থানা ওসি আব্দুর রাজ্জাক জানান, বুলবুল একজন পেশাদার প্রতারক তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।