নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
নিউজ পয়েন্ট ডেস্কঃ ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কার্ষক্রম শুরু হয়েছে।
মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আইয়ুব হোসেন সকালে দক্ষিণ সুরমা উপজেলা মোগলাবাজার ইউনিয়ন,খালোমুখ বাজারে মেসার্স টুনো মিয়া এন্টারপ্রাইজ এর মাধ্যমে ‘হত দরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির’ উদ্বোধন করেন।
হতদরিদ্র ৫০ লাখ পরিবার মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস এই সুবিধা পাবে। ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি পর্যন্ত চাল কিনতে পারবে তারা।
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই- স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচিতে বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হবে।
বিতরণ কালে উপস্হিত ছিলেন সরকারি নিয়োপ্রাপ্ত তদারক অফিসার ও সহকারি কৃষি অফিসার প্রান তোষ দাশ পান্না,খালোমুখ বাজারে চাউলের ডিলার মোঃ টুনু মিয়া,রাজু আহমদ,এমরান আহমদ,যুবলীগ নেতা মঈন উদ্দিন,আব্দুল মুকিত,প্রমুখ